মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সাম্প্রতি কার্যক্রম::
১. পরীক্ষা শেষে শিক্ষার্থীদের বিদ্যালয়ে না আসার প্রবণতা বেড়ে যায়। তাই পরীক্ষা পরবর্তী সপ্তাহে আনন্দের ধারা অব্যাহত রাখতে হবে। শিশুদের উন্নত স্বপ্নদর্শনে উদ্বুদ্ধ করতে,প্রত্যেক শিক্ষার্থীদের জন্য একটি লাল মলাটের খাতার পেজ বরাদ্দ রাখা যায় যেখানে সে তার উন্নত স্বপ্নদর্শনের ভাব কথা /ছবির মাধ্যমে প্রকাশ করবে(প্রতি শ্রেণির জন্য একটি লাল মলাটের খাতা হবে ও একজন শিক্ষার্থীর জন্য একটি পাতা বরাদ্দ থাকবে,খাতাটি বিদ্যালয়ে সংরক্ষণ করতে হবে)।
২. এছাড়া শিক্ষার্থীদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এমন নীতিবাক্য শ্রেণিভিত্তিক আলাদাভাবে পোস্টার পেপারে লিখে শ্রেণির দেয়ালে টাঙ্গানো ।
৩. আকর্ষণীয় উপকরণের মাধ্যমে স্পেশাল ক্লাসসহ মাল্টিমিডিয়া ব্যবহার করে পরিচালিত ক্লাস বৃদ্ধি করা।
৪. টিম ভিজিট কার্যক্রম পরিচালনা
৫. ১০০% শিক্ষার্থীকে বাংলা পাঠে সাবলীল তৈরি করা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস