এক নজরে ময়মনসিংহ সদর উপজেলার প্রাথমিক শিক্ষা।
প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা শিক্ষা অফিস রয়েছে । সিটি কর্পোরেশনের আওতায় প্রশাসনিক ইউনিটকে থানা বলা হয় । সে জন্য সেখানে থানা শিক্ষা অফিস বলা হয় । উপজেলা/থানা শিক্ষা অফিসের কাজ একই । থানা/উপজেলা শিক্ষা অফিস হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রাধীন মাঠপর্যায়ের একটি দপ্তর।
অফিস কাঠামো:
প্রতিটি থানা/উপজেলা শিক্ষা অফিসে একজন থানা/উপজেলা শিক্ষা অফিসার থাকে যিনি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা
· প্রতি ১৫-৩০ টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসাবে প্রতি থানা/উপজেলায় ৪-১৫জন পর্যন্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার থাকেন । তারা ২য় শ্রেনীর গেজেটেড কর্মকর্তা । অত্র উপজেলায় ০৯ জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কর্মরত আছেন। একজন ইউডিএ এবং ২-৪জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর থাকেন যারা ৩য় শ্রেণির কর্মচারী । ময়মনসিংহ সদর উপজেলায় বর্তমানে ০৩ জন অফিস সহকারী রয়েছেন।
· ১. মোট সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৮৫ টি
২. কর্মরত প্রধান শিক্ষক ১৩০ জন
৩.কর্মরত সহকারী শিক্ষক ৮৩৪ জন
৪. শিশু কল্যাণ বিদ্যালয় ০৯ টি
৫. স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ০৪ টি
৬. কিন্ডার গার্টেন ২৬৪ টি
৭. ব্র্যাক ১৮৪ টি
৮. অন্যান্য ২০ টি
৯. উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত বিদ্যালয় ৬০টি
১০. িপরীক্ষণ বিদ্যালয় ০১ টি
১১. উপজেলার আয়তন : ৩৮০.৭২৭.
১২.জনসংখ্যা ৮০৯৩২৪ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস